গ্রাফিক ডিজাইন একটি ক্রিয়েটিভ পেশা। এই পেশায় প্রত্যেক ডিজাইনারকে নিজস্ব মেধা, সৃষ্টিশীল মানসিকতা, ফর্ম, কালার, লাইট এন্ড স্যাড, টাইপো গ্রাফি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফটো সাইজ, রি-সাইজ, কালার ম্যাচিং ও কোম্পানী থিম ইত্যাদি নিয়ে কাজ করতে হয়। এখানে ভালো কোর্স শেখা খুবই জরুরী। একটি ভালো কোর্স আপনাকে স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে। আগে শুধুই চারুকলার ছাত্ররাই ডিজাইনার হিসাবে কাজ করতো। এখন কোম্পানী বেড়ে যাওয়ার কারণে, প্রচুর ডিজাইনার প্রয়োজন হয়ে পড়েছে। এজন্যই জব মার্কেটে দক্ষ ডিজাইনার খুবই প্রয়োজন। আমাদের কোর্স শেষে আপনি স্বাধীন ভাবে যেকোন ডিজাইন করতে পারবেন। যেকোন কোম্পানী/গ্রুপ অব কোম্পানীর গ্রাফিক ডিজাইনার/ভিজুয়ালাইজার/প্রোডাক্ট ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন। প্রিন্টিং প্রেস, ডিজিটাল মিডিয়া, সংবাদ পত্র, প্রকাশনা, স্যোশাল মিডিয়ার এডমিন ও ম্যানেজার/পার্ক/চিড়িয়াখানা/এনজিও এর পাবলিক কমিউনিকেশন ও প্রকাশনা বিভাগ, বিদেশের ভিসা প্রসেসিং এজেন্সি/ট্যুরিজম/ইংলিশ মিডিয়াম স্কুল/প্রাইভেট বিশ্ববিদ্যায় গুলোতে ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন।
M. Abdullah Al Mamun
• BFA (Drawing & Painting), MFA (Painting), RU, Bed & Med, NU
1. Minimum: Core I-3 /2nd Gen /4 GB RAM & Above
2. Software: Adobe Illustrator CS-6
3. Desktop or Laptop Computer
4. Needed Computer Operating knowledge
1. আপনি স্বাধীন ভাবে যেকোন ডিজাইন করতে পারবেন।
2. যেকোন কোম্পানী/গ্রুপ অব কোম্পানীর গ্রাফিক ডিজাইনার/ভিজুয়ালাইজার/প্রোডাক্ট ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন।
3. প্রিন্টিং প্রেস, ডিজিটাল মিডিয়া, সংবাদ পত্র, প্রকাশনী ইত্যাদিতে কাজ করতে পারবেন।
4. স্যোশাল মিডিয়ার এডমিন ও ম্যানেজার/পার্ক/চিড়িয়াখানা/এনজিও এর পাবলিক কমিউনিকেশন ও প্রকাশনা বিভাগে চাকুরি করতে পারবেন।
5. বিদেশে ভিসা এজেন্সি/ট্যুরিজম/ইংলিশ মিডিয়াম স্কুল/প্রাইভেট বিশ্ববিদ্যায় গুলোতে ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন।