আজকের বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষা শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি উচ্চশিক্ষা, পেশাগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার একটি অপরিহার্য দক্ষতা। যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন, তাদের জন্য IELTS (International English Language Testing System) একটি বাধ্যতামূলক ধাপ। এই চাহিদাকে সামনে রেখে Kamrul Academy আয়োজন করেছে একটি সম্পূর্ণ প্রস্তুতিমূলক IELTS Live Course, যা শিক্ষার্থীদের চারটি মূল মডিউল—রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং—এ দক্ষ করে গড়ে তুলবে। অভিজ্ঞ প্রশিক্ষক, লাইভ ক্লাস, মডেল টেস্ট, এবং ব্যাক্তিগত ফিডব্যাকের মাধ্যমে কোর্সটি সাজানো হয়েছে এমনভাবে, যেন শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে সক্ষম হয়। একদম শুরু থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সব ধরনের শিক্ষার্থীর জন্য উপযোগী এই কোর্সটি হতে পারে আপনার স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপ।
কোর্সের অনন্য বৈশিষ্ট্য:
● 📚 ইন্টিগ্রেটেড লার্নিং অ্যাপ্রোচ: প্রতি সপ্তাহেই Listening, Reading, Writing, Speaking—সব মডিউলের প্রস্তুতি সমতালে!
● 🕒 ২৪/৭ টেলিগ্রাম সাপোর্ট: যেকোনো প্রশ্নের সমাধান পাবেন ২৪ ঘণ্টার মধ্যে, সরাসরি ইন্সট্রাক্টরের কাছ থেকে!
● 📝 ১০টি মক টেস্ট + রিয়েল-টাইম ফিডব্যাক: পরীক্ষার মতো পরিবেশে প্র্যাকটিস করে নিজের প্রস্তুতি যাচাই করুন।
● 🎯 পার্সোনালাইজড অ্যাটেনশন: শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে বিশেষ গাইডলাইন দেওয়া হবে।
● 💬 লাইভ ইন্টার্যাকশন: ক্লাসে সরাসরি শিক্ষকের সাথে আলোচনা করে ক্লিয়ার করুন যেকোনো কনফিউশন!
রাশেদুজ্জামান খান
English Language and Literature, Dhaka University
✅নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ।
✅স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেট।
✅শেখার আগ্রহ ও ইচ্ছা।
● Listening: বিভিন্ন একসেন্ট শনাক্তকরণ, নোট-টেকিং টেকনিক, ডিটেইল ক্যাপচার।
● Reading: স্কিমিং-স্ক্যানিং, ট্রিকি কোশ্চেন হ্যান্ডেল, টাইম সেভিং টিপস।
● Writing: ব্যান্ড ৭+ এর জন্য স্ট্রাকচার, প্যারাফ্রেজিং, এক্সামিনার-অ্যাপ্রুভড/একাডেমিক ল্যাঙ্গুয়েজ।
● Speaking: ফ্লুয়েন্ট রেসপন্স, পাওয়ার ওয়ার্ডস, কুইক থিংকিং।
● ✨ ব্যান্ড ৬.৫+ স্কোরের গ্যারান্টি: পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর অর্জনের প্রমাণিত স্ট্র্যাটেজি।
● 📈 স্কিল ডেভেলপমেন্ট: ইংরেজির ৪টি দক্ষতায় অটুট দক্ষতা।
● 💼 আত্মবিশ্বাস: পরীক্ষার হলে গিয়েই মনে হবে, "আমি পুরোপুরি প্রস্তুত!"